নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে মোহাম্মদ আলী(৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার উপজেলার কেশুরবাগ গ্রামের আবুল কালামের ছেলে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন দুপুর ২টার দিকে উপজেলার কেশুরবাগ গ্রাম থেকে এ দিনমজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পরিবারের সদস্যদের অজান্তে দুপুর পৌনে ১২টার দিকে বসত ঘরের সিলিং ফ্যানের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তার স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত আলী বিগত আট বছর যাবত মানসিক রোগে ভুগছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।