ঢাকা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ৯:৩৯ অপরাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীনোয়াখালীতে আইবিডব্লিউএফ'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীতে আইবিডব্লিউএফ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

spot_img

মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ব্যবসায়ীদের সম্মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(আইবিডাব্লিউএফ) নোয়াখালী শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ই মার্চ) ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নোয়াখালী শহর শাখার আয়োজনে মাইজদি নবাব কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ নোয়াখালী শহর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইউসুফ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ নোয়াখালী শহর শাখার সেক্রেটারি জনাব ফিরোজ মাহমুদ ও আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাইউম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ নোয়াখালী শহর শাখার সভাপতি হারুণুর রশিদ এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ এর সহ-সভাপতি তাফহীমুল ইসলাম মারুফ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শহর আইবিডব্লিউএফ সেক্রটারি রিয়াদ শরীফ, জহিরুল ইসলাম, হাফিজুর রহমান আতিক, ফজলে আজিম, খালেদ মাহমুদ, একরামুল হক ফিরোজ প্রমূখ।

ইফতার অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং হালাল ভাবে ব্যবসা করার পরামর্শ দেন এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় আইবিডব্লিউএফ-এর ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইউসুফ বলেন- রমজান মাসে হালাল ব্যবসা করা শুধু বৈধই নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনার অংশ। ইসলাম ব্যবসাকে বৈধ উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে এতে সততা, ন্যায়পরায়ণতা ও হালাল-পদ্ধতির অনুসরণ করতে হবে তবেই প্রকৃত মুমিন হওয়া যাবে।আমাদেরকে ব্যবসার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে এবং একজম প্রকৃত মুসলিম ব্যবসায়ী কোনো সময় সিন্ডিকেট ও হারামভাবে উপার্জন করতে পারে না।

পরিশেষে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনায় মোনাজাত করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর