
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুবাহ তাসনিয়া এবং সাধারণ সম্পাদক একই শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদমান রাকিন।
সোমবার (১৮ আগস্ট) ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়। এর আগে গত ৩রা আগস্ট অনলাইনে এক জুম মিটিং এ সাধারণ সদস্য ও উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও কমিটিতে ১নং সহ-সভাপতি তামান্না আক্তার, ২নং সহ-সভাপতি সানজিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক আবরার হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ রাকিব এবং সহ-কোষাধ্যক্ষ তাহমিনা ইসলাম লিউনার নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাদমান রাকিন বলেন, “নোবিপ্রবি সায়েন্স ক্লাবের বর্তমান পরিস্থিতিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন আমার জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের বর্তমান কমিটির প্রতিটি সদস্য ক্লাবের প্রতি আন্তরিক ও নিবেদিতপ্রাণ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আমরা নোবিপ্রবি সায়েন্স ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো।”
সভাপতি সুবাহ তাসনিয়া বলেন, “ আমাদের ক্লাবের সকল কার্যক্রম মূলত স্ব-উন্নয়ন ও বিজ্ঞানচর্চাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শুধু নির্দিষ্ট কোনো ফ্যাকাল্টির মধ্যে সীমাবদ্ধ না থেকে, বরং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বিজ্ঞানচর্চার পথকে সহজতর করার অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে নোবিপ্রবি সায়েন্স ক্লাব। ২০২০ সাল থেকে আমাদের এই যাত্রা শুরু হয় বিজ্ঞানের হাত ধরে। সেই থেকে আজ পর্যন্ত ক্লাবটি কেবল বিজ্ঞানচর্চাতেই নয়, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইন শা আল্লাহ, এবারের কমিটি শিক্ষার্থীদের কল্যাণে অর্থবহ উদ্যোগ গ্রহণ করবে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে নতুন প্রজন্মের সদস্য ও আগত নবীন শিক্ষার্থীরা যেন এই ক্লাবের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। একই সঙ্গে আমরা একসাথে নোবিপ্রবির অর্জনের খাতাকে আরও সমৃদ্ধ করে তুলতে চাই।”