ঢাকা | রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১১:৩২ পূর্বাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘পিএইচডি টক’ অনুষ্ঠিত

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘পিএইচডি টক’ অনুষ্ঠিত

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাব এর আয়োজনে ‘পিএইচডি টক’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে এটি ছিলো পিএইচডি টক এর ১২তম পর্ব। এবারের পিএইচডি টকের আলোচ্য বিষয় ছিলো, ‘কো-ইনক্যাপসুলেশন অব বায়োঅ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস ফর ফাংশনাল ফুড ডেভেলপমেন্ট’। আলোচক হিসেবে ছিলেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মার্জিয়া সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘এই ধরণের অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে আগ্রহী হবে। কিভাবে কি করতে হয়, কোন প্রক্রিয়ায় আগাতে তা জানতে পারবে। দেশকে উন্নত করতে রিসার্চ এর বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি সমস্যা নিজের জন্য একটা শিক্ষা। সমস্যার সমাধান বের করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আমাদের সৃজনশীল চিন্তাভাবনা করে গবেষণার জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।’

 এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, সায়েন্স ক্লাবের উপদেষ্টা ড. মো. মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক ও সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর