ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২:০৯ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইমাম, সাধারণ সম্পাদক নোমান

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইমাম, সাধারণ সম্পাদক নোমান

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৪  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন মানব জমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: আবদুল কাদের, আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি মো: রিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক নয়া শতাব্দী পত্রিকার প্রতিনিধি নাহিদুল ইসলাম, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মুদ্দাচ্ছির আহমদ নাসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পরিবর্তনের প্রতিনিধি আব্দুল্লাহ আল তৌহিদ।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস ২৪ প্রতিনিধি মো: নিয়াজ উদ্দিন, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মো. হোসাইন ও মুক্তকলম প্রতিনিধি ফাইজা আফরোজ প্রমি।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। এই সংগঠন সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা রাখি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ.এফ.এম আরিফুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর