নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তসলিম মাহমুদ।
২৩ ডিসেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে প্রভোস্ট হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. তসলিমকে এই দায়িত্ব প্রদান করা হয়।
মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: তসলিম মাহমুদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে আমি আমার অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি দায়িত্ব নেওয়ার পর হল ঘুরে দেখেছি। আমার প্রধান প্রায়োরিটি থাকবে হলে যেনো পড়াশোনার পরিবেশ নিশ্চিত হয়। সেজন্য আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রিডিং রুম সাউন্ড প্রুফ করা, ওয়াশরুমের পরিচ্ছন্নতা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের মেন্টাল হেলথ নিয়ে গাইডলাইন মূলক সেমিনার আয়োজন করা, সিজনাল খেলাধুলা আয়োজন করা ও ইনডোর খেলাধুলার সরঞ্জাম বৃদ্ধি করা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করবো। চেষ্টা করবো প্রশাসন থেকে হলের জন্য সর্বোচ্চ বরাদ্দ নিয়ে আসার জন্য।”
হলে আসন বরাদ্দ নিয়ে তিনি জানান, “পূর্ববর্তী হল প্রশাসন যেহেতু আসন বরাদ্দ করেছে এখন আমি সেটি অতিদ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবো। যেহেতু আমাদের আসন সংখ্যা সীমিত তাই সবাইকে হয়তো দেওয়া সম্ভব না, তবে ন্যায্যতার ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আসন বরাদ্দে হল প্রশাসন সবসময় বদ্ধ পরিকর থাকবে। এছাড়াও প্রতিমাসে আমরা শিক্ষার্থীদের সাথে অন্তত একবার করে হলেও বসবো, তাদের কথা শুনবো এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।”
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.