নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) উদ্যোগে গল্পে আড্ডায় ক্যাম্পাস সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২ টায় নোবিপ্রবিসাসের কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং রিপোর্টাস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)'র সভাপতি একরামুল হক সায়েম। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুলাহ কামরুল।
আলোচনা সভায় আলোচকবৃন্দ সাংবাদিকতায় সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে তুলে ধরেন। মুখ্য আলোচক একরামুল হক সায়েম সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সাংবাদিকতার বিষয়বস্তু, সাংবাদিকতার উদ্দেশ্য, সাংবাদিকতার দায়িত্ব এইসব বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শুদ্ধ উচ্চারণ একজন সাংবাদিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্যাম্পাস সাংবাদিকতা করেন তাদের উচিত ক্যাম্পাসে থাকা সাহিত্য সংগঠনগুলোর সাথে নিজেদের জড়িত রাখা। এছাড়া সাংবাদিকতায় সফল হতে হলে যোগাযোগের দক্ষতার উপরও নিজের দিতে হবে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.