
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টায় নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, এপ্লায়েড ম্যাথমেটিক্স, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, পরিসংখ্যান, ওশানোগ্রাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, প্রাণিবিদ্যা, রসায়ন, পদার্থ বিজ্ঞান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, আইন এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করা হবে।
অন্যদিকে, বেলা ২টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা, সমাজকর্ম, শিক্ষা বিভাগ, শিক্ষা প্রশাসন, ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের নবীনদের বরণ করে নেয়া হবে।
নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, জেলা প্রশাসক, নোয়াখালী ও পুলিশ সুপার, নোয়াখালী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান।