ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১০:১৩ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোবিপ্রবিতে ভারতবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ভারতবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ভারতবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার রাত ১১ টায় শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে পড়ে। স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়।

এসময়ে শিক্ষার্থীরা “ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান,” “ভারতীয় আগ্রাসন মানি না মানব না,” দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে ভারতীয় আগ্রাসন রুখতে দিব ইনশাআল্লাহ। ওরা যদি আমাদের সাথে প্রভূত্ব দেখাতে চাই আমাদের যার যা আছে তাই দিয়ে প্রতিহত করবো।আমরা তাদেরকে আমাদের প্রভু হতে দিব না। তারা যদি আমাদের প্রতিবেশী হিসেবে থাকতে চাই তাহলে থাকেন। প্রভু হতে চাইলে রুখে দেব।”

শিক্ষার্থীরা আরো বলেন, “ভারত বাংলাদেশকে নিজস্ব গণ্ডিতে ভাবতে চেয়েছে। তারা আমাদের স্বাধীনতা কে ভূলন্ঠিত করতে চেয়েছে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরাতে যেমন সর্বক্ষণ হয়েছি । আমার দেশের স্বার্থে সকল ধরনের ফ্যাসিস্ট, হোক সেটা আমার প্রতিবেশী, হোক পৃথিবীর যেকোন ক্ষমতাশালী দল তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।”

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর