নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কলা, সামাজিক বিজ্ঞান ও শিক্ষা অনুষদের প্রথম গবেষণা জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল আনুষ্ঠানিকভাবে এই জার্নালের মোড়ক উন্মোচন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এটি অনুষদটির প্রথম জার্নাল, যা গবেষণার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। সদ্য প্রকাশিত সংখ্যাটিতে মোট ১৮টি গবেষণাপত্র স্থান পেয়েছে, যা কলা, সামাজিক বিজ্ঞান ও শিক্ষা অনুষদের জ্ঞানচর্চা ও একাডেমিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জার্নালটির চিফ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং এসোসিয়েট এডিটর হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জনি মিয়া।
অনুষ্ঠানে বক্তারা একাডেমিক গবেষণার প্রসারে এই জার্নালের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিক প্রকাশনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.