তাসনিম আহম্মদ, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষার্থীদের মাঝে গবেষণার জ্ঞানকে ছড়িয়ে দিতে দুইমাস ব্যাপী "রিসার্চ মেথোডলজি " শীর্ষক অনলাইনভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করেছে নোবিপ্রবি গবেষণা সংসদ।
আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১ জন শিক্ষক অনলাইনে এই রিসার্চ মেথোডলজি কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন।
সংগঠনটির প্রচার সম্পাদক এস আহমেদ ফাহিম জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নোবিপ্রবি গবেষণা সংসদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। কোর্সের রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
তিনি আরো জানান, গবেষণা কি,গবেষণার প্রয়োজনীয়তা,গবেষণার ক্ষেত্র,গবেষণার ধাপসমূহ,গবেষণার গুরুত্ব, জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়,জার্নাল চেনার উপায়, গবেষণাপত্র লেখা ও প্রকাশ,গবেষণার টুলস, ডাটা এনালাইসিস টুলস,গবেষণাভিত্তিক ওয়েবসাইট, আন্তর্জাতিক র্যাংকিং,স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দুই মাস ব্যাপী এই কোর্সে শিখানো হবে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.