‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ভূঁইয়া ডিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন।
আরও উপস্থিত ছিলেন, জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আনিসুজ্জামান রিমন। এছাড়াও বিভাগের সকল শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় একটি র্যালি ক্যাম্পাসের গোল চত্বর থেকে র্যালি শুরু হয়ে নীল দীঘিতে গিয়ে শেষ হয়। পরবর্তীতে নীল দিঘীতে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। এ সময় বক্তারা জাতীয় অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরেন।