
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) নোবিপ্রবি কৃষি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বিএআরআই এর সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিদেশি কৃষকদের তুলনায় বাংলাদেশের কৃষকরা এখনো আর্থিকভাবে পিছিয়ে আছে। এর অন্যতম কারণ প্রযুক্তির ঘাটতি। প্রান্তিক পর্যায়ে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দেওয়া গেলে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি কৃষি যন্ত্রপাতি চালনায় সোলার প্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ ও বিএআরআই’র সরেজমিন গবেষণা বিভাগের পিএসও ড. মো. শহিদুল ইসলাম। সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমডিপি প্রকল্পের পরিচালক ড. মো. নুরুল আমিন।
তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির গঠন, কার্যাবলি ও ব্যবহারিক দিক তুলে ধরেন। পাশাপাশি জানান, এফএমডিপি প্রকল্পের আওতায় দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত পোস্টার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
সেমিনার শুরুর আগে নোবিপ্রবি কৃষি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে মোট ১৯টি পোস্টার উপস্থাপন করা হয়। শেষে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়—কৃষি বিভাগের শিক্ষার্থী ফয়সাল, রচিন ও মোহাইমিনুল এবং তাদের দল। তারা জাতীয় পর্যায়ের পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানের সমাপনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, এ দিন বিএআরআই’র উদ্যোগে নোবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়।