ঢাকা | বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ৪:০২ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোবিপ্রবিতে কুরআন ফেস্টিভালে ১০০০ কুরআন বিতরণ

নোবিপ্রবিতে কুরআন ফেস্টিভালে ১০০০ কুরআন বিতরণ

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আল কুরআন একাডেমি লন্ডন’র সৌজন্যে এক হাজার শিক্ষার্থীর মাঝে ‘অর্থসহ কুরআন’ বিতরণ করেছে নোবিপ্রবি দাওয়াহ সার্কেল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  অডিটোরিয়াম কুরআন ফেস্টিভালে অনুষ্ঠানে  কুরআন বিতরণ করা হয়।কুরআন ফেস্টিভালে ইসলামি বিতর্ক,ক্যালিগ্রাফি প্রতিযোগিতা,কুরআন অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুরআন ফেস্টিভাল অনুষ্ঠানে নোবিপ্রবি দাওয়াহ সার্কেলের সভাপতি আবরার হোসেনের সভাপতিত্বে রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফের উপস্থাপনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোখতার আহমদ, উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান  হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ, কর্নেল (অবঃ) আশরাফ আল দীন (পিএসসি)।

 

কর্নেল (অবঃ) আশরাফ আল দীন, “কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয় এটা বুঝেও পড়তে হবে। কুরআন পৃথিবীর মানুষদের জীবন পরিবর্তন করতে এসেছে। যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। কুরআনের সাথে যারাই সম্পৃক্ত ছিল তারাই শ্রেষ্ঠ হয়েছে। ”

প্রফেসর মোক্তার আহমদ বলেন”  জুলাই বিপ্লবের পূর্বে  বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম জাতীয় কোন বই পত্র পাওয়া গেলেও তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হতো , যার একটা বড় কারণ ছিলো বস্তুকেন্দ্রিক শিক্ষাব্যাবস্থা। সেজন্য এখান থেকে বেড়িয়ে এসে ধর্মীয় নৈতিকতা, মূল্যবোধ ও বস্তুগত উভয়ের সমন্বয়ে একটি এডুকেশনাল মোরাল তৈরি করতে হবে। এছাড়াও ব্যাক্তিতান্ত্রিকতা ও ব্যাক্তিপূজার কুফল ও তা পরিহার করার পরামর্শ দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারাম রিলেশন থেকে দূরে থাকার পরামর্শ দেন। অনৈতিক ও ধর্মীয় মূল্যবোধের বিপরীত সম্পর্কে যাতে না জড়িয়ে স্রোতের বিপরীতে নিজেদের  দাঁড়িয়ে যেতে হবে। ”

 

হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ বলেন,” এই কোরআনকে বাসায় রেখে না দিয়ে বুকে ধারণ করতে হবে। তাহলেই সমাজের সকল অসমতা দূর হবে। একমাত্র কুরআনই পারে সমাজকে আলোকিত করতে। এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো ভুল নেই। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোনো বিজ্ঞানী, নৃবিজ্ঞানী, সাহিত্যিকরা এতে কোনো ভুল খুঁজে পায়নি। তাই কোরআন অনুযায়ী সমাজ গঠনের কাজ করতে হবে।”

 

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর