ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১:০৯ অপরাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীনিজের বিচার চাইলেন সাংবাদিক মুরাদ!

নিজের বিচার চাইলেন সাংবাদিক মুরাদ!

spot_img

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে কিশোর গ্যাংয়ের হামলার শিকার দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদ ক্ষুব্ধ হয়ে নিজের বিচার চাইলেন।

নিজের ফেইসবুক আইডিতে রবিবার(৫ জানুয়ারী) রাতে ক্ষুব্ধ হয়ে এমন স্ট্যাটাস দেন নুর উদ্দিন মুরাদ।

স্ট্যাটাসে তিনি বলেন, “থানার সামনে কিশোর গ্যাংয়ের দু পক্ষের লাঠি হাতে মারামারি অতঃপর অসহায় রিকশা ওয়ালাদেরকে বেদম লাঠিপেটা সহ্য করতে পারিনি। এ সন্ত্রাসী কার্যকলাপের ছবি তুলেছিলাম।এজন্য আমার বিচার চাই।”

তিনি আরো বলেন, “না ,আমার উপর হামলাকে বেদনাদায়ক বলছিনা।আমরা যে থানার গেইটে ডুকি আইন শৃঙ্খলার কথা জানাতে ,নিরাপত্তা চাইতে সে থানার গেইটে লাঠি হাতে এ কিশোররা নিরপরাধ মানুষকে পেটাচ্ছেন।”

উল্লেখ্য, রবিবার বিকালে কোম্পানীগঞ্জ থানায় সালিসি বৈঠক শেষে দুই পক্ষ থানা থেকে বের হলে এক পক্ষের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। এ সময় মারামারির ছবি তুলতে গিয়ে সাংবাদিক নুর উদ্দিন মুরাদসহ পাঁচজন হামলার শিকার হওয়ার হন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম মিজানুর রহমান বলেন, থানার ভেতরে কোনো সমস্যা হয়নি। সালিস বৈঠকে আসা উভয় পক্ষের লোকজন থানার সামনে মারামারিতে জড়ান। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকও হামলার শিকার হন। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর