ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:৪৩ পূর্বাহ্ণ
সারাদেশনাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

spot_img

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রবিউল ইসলাম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত সন্ধ্যা ৬টার দিকে নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকে সিনেমা হলের সামনে। নিহত রবিউল ইসলাম উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করত। শুক্রবার সন্ধ্যার দিকে বাইসাইকেলে করে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারীগামী একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর