সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী, মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। এবার নতুন রূপে ক্যামেরার সামনে হাজির হলেন মিম।
শনিবার (২৭ মে) বিকালে নিজের ফেইসবুক পেইজে কিছু পোস্ট করেন মিম।
ছবিতে দেখায় যায়, শরীরে উর্ধ্বাঙ্গে একটি সুতাও নেই। অনাবৃত শরীরে এক হাতে সংবাদপত্র, অন্য হাতে কফি মগ। আবার অপর এক ছবিতে এক হাতে সিগারেট, কফি মগটা রাখা হয়েছে সামনে। আবার দেখা যায় কপি মগটা হাতে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজ কাল কেউ সংবাদপত্র পড়েনা সবাই শুধু দেখে।’
মারিয়া মিমের খোলামেলা সেই ছবিতে ভক্তরাও যেনো হুমড়ি খেয়ে পড়েছেন। ছবিতে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন তারা।
আনিকা তাবাচ্ছুম নামের একজন লিখেছেন, দিন দিন উরফি জাবেদ হয়ে যাচ্ছে। রায়হান নামের একজন লিখেছেন, আমি শুধু আপনাকেই দেখি। সিফাত নামের একজন প্রশ্ন করেছেন, বিকিনি কবে আসবে? যদিও মারিয়া মিম এসকল কোনো মন্তব্যেরই জবাব দেননি।
উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.