ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:৫৪ অপরাহ্ণ
আন্তর্জাতিকনতুন গিলাফে পবিত্র কাবা

নতুন গিলাফে পবিত্র কাবা

spot_img

আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। জটিল আয়োজনের মাধ্যমে নতুন গিলাফে মোড়ানো হয় কাবা।

সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, বুধবার (১৯ জুলাই) দশ ধাপে ‘পুরাতন গিলাফ’ পরিবর্তন করা হয়।

পুরাতনটি সরিয়ে হাতে তৈরি নতুন গিলাফটি কাবায় লাগাতে অংশ নেয় ১৩০ জনের একটি দল। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা।

কাবায় যে নতুন গিলাফটি লাগানো হয়েছে সেটি কাঁচা সিল্ক, ১২০ কেজি সোনার তার ও ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি করা হয়েছে।

পুরো বছরজুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে খুবই সতর্কতার সঙ্গে কাবার গিলাফটি তৈরি করা হয়।

সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশটিতে সোনার তার দিয়ে পবিত্র কোরআন শরীফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে।

কাবার গিলাফ পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষভাবে তদারকি করেছে একটি বিশেষ দল। গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়েছে। আর এগুলো একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর