ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২:২০ অপরাহ্ণ
সারাদেশনড়াইলে ধানক্ষেতে নামল বিমান!

নড়াইলে ধানক্ষেতে নামল বিমান!

spot_img

নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটি অবতরণ করে। এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর