দক্ষিণের চার ভাষার সিনেমাতেই অভিনয় করেছেন অমলা পল। ২০১৮ সালে ‘আদাই’ সিনেমায় সম্পূর্ণ নগ্ন হয়ে একটি দৃশ্যে অভিনয় করেন।
এ দৃশ্য নিয়ে সমালোচনা করতে থামেনি ভক্ত-অনুরাগীরা।
তবে এতদিন এ বিষয়ে মুখ খোলেননি অমলা। সম্প্রতি অকপটে বলে ফেললেন নগ্ন হওয়ার কথা।
সম্প্রতি আদুজিভিথাম সিনেমার চুম্বন দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে অমলা বলেন, ‘পৃথ্বীরাজের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করার কথা চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন। সিনেমার গল্পের জন্য এই দৃশ্যের প্রয়োজন ছিল।’
‘আদাই’ এর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নগ্ন হয়ে অভিনয় করেছি, চুমু খাওয়া কোনো ব্যাপারই না।’