টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্রযাত্রা টেলিভিশন এবং ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতার বর্তমান এবং ভবিষ্যৎ শীর্ষক মতবিনিময় সভা ধনবাড়ী ভোজন বাড়ি রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রযাত্রা টেলিভিশনের সিইও আরশেদ আলী রাসু।
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি। সভায় আলোচ্য বিষয়ে আলোকপাত করেন ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ‘রিডপ’ এর সভাপতি সাইফুল বকুল, অগ্রযাত্রা টেলিভিশনের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়া সভায় ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বস্তুনিষ্ট সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন এবং সেই সাথে ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।