ঢাকা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১০:৫৯ অপরাহ্ণ
সারাদেশধনবাড়ীতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

ধনবাড়ীতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

spot_img

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সমন্বতি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মুল্যে ধান কাটার কম্বাইন হাভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। কিন্তু চলমান  পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

এ অবস্থায় কাটিয়ে  কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

গতকাল ধনবাড়ী উপজেলা চত্বরে ধনবাড়ী  উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উপস্থিতিতে স্থানীয় তিনজন কৃষকের হাতে জাপানের তৈরি তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।

ধনবাড়ী উপজেলা  কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান  বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন  সরকারের পরিচালনার বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন তিনটি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, সরকারি কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, সমাজসেবা অফিসার মোঃ মোস্তফা, কৃষি উপসহকারী ফরিদ প্রমুখ।

এসময় সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর