ঢাকা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:০৫ অপরাহ্ণ
জাতীয়দ্বাদশ জাতীয় সংসদ ভেঙ্গে দিলেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ ভেঙ্গে দিলেন রাষ্ট্রপতি

spot_img

দ্বাদশ জাতীয় সংসদ ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ ভাঙ্গিয়া দিয়েছেন।

এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বেলা ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়ার ঘোষণা করার আহ্বান জানিয়েছিল।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজ বেলা ৩টার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে ঘোষণা না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।’

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর