দেশে ফিরে সংবর্ধিত হয়েছেন মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানবীর হোসেন।
সোমবার(১৩ ফেব্রুয়ারী) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট রূপালি চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদরাসার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান, এলিন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পিপুল চৌধুরী, প্যানেল মেয়র ফরহাদ হোসেন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় হাফেজ তানবীর হোসেনকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
কোম্পানীগঞ্জের কৃতি সন্তান হাফেজ তানবীর হোসেন চরকাকড়ার আব্দুল মতিন মিয়ার বাড়ীর শেখ মোহাম্মদ ইলিয়াসের ছেলে। সে মিশরে অনুষ্ঠিত এ হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০৮জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.