প্যারিস অলিম্পিক থেকে দেশে ফিরেছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।
সেখানে তাকে স্বাগত জানান, তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।
ড. মুহাম্মদ ইউনূসের আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
শেখ হাসিনা সরকার পতনের পর দেশে গঠন করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বঙ্গভবনে শপথ নেবেন তিনি।
ড. ইউনূস গত ২১ জুলাই প্যারিস অলিম্পিকে যান। তিনি পৃথিবীর অলিম্পিকের তিন বিশেষ অতিথির একজন ছিলেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.