ঢাকা | শনিবার | ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১১:০২ অপরাহ্ণ
জাতীয়দেশে ঈদুল আযহা উদযাপিত

দেশে ঈদুল আযহা উদযাপিত

spot_img

ত্যাগের মহিমায় সারা দেশে আজ (বৃহস্পতিবার) পালিত হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করে ধর্মপ্রাণ মুসলমানরা। 

বরাবরের মতো এবারও দেশে ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেন। রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করার কারণে এবার জাতীয় ঈদগাহে নামাযে অংশগ্রহণ করতে পারেন নি।

এদিকে প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত সকাল ৭টায়, তারপর এক ঘণ্টা পর পর তিনটি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।

এছাড়াও রাজধানীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলসহ বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে প্রতিবারের ন্যায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ১৯৬তম ঈদ জামাতের অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। এছাড়াও শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে ২২ একর আয়তনের দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুুুষ্ঠিত হয়েছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর