ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:৪৫ পূর্বাহ্ণ
সারাদেশদুই আসনে উপনির্বাচনের ভোট শুরু

দুই আসনে উপনির্বাচনের ভোট শুরু

spot_img

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই আসনেই ভোট হবে স্বচ্ছ ব্যালটে।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে শনিবার থেকেই মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ১৩২টি কেন্দ্রের ভোটার ৪ লাখ ১০ হাজার ১১২ জন। আর লক্ষ্মীপুর-৩ আসনে ১১৫টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন।

গত ৩০ সেপ্টেম্বর মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা। একইদিন মারা যান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। তাদের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা কোরে ভোটের তফসিল দেয় নির্বাচন কমিশন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঁচ জন। এরা হলেন, আওয়ামী লীগের শাহজাহান আলম (নৌকা প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম প্রতীক), জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মো. জিয়াউল হক মৃধা (কলার ছড়ি প্রতীক)।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর