ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:৪২ অপরাহ্ণ
জাতীয়তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

spot_img

রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ছুটে দিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা ট্রেনটিতে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।

রাকিবুল হাসান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। ট্রেনের কয়েকজন যাত্রী বলেন, মোট তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর