ঢাকা | সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ৬:৪৪ অপরাহ্ণ
জাতীয়‘তারেক রহমানের ফেরার ক্ষেত্রে সরকারের তরফ থেকে বি‌ধি‌নিষেধ নেই’

পররাষ্ট্র উপদেষ্টা

‘তারেক রহমানের ফেরার ক্ষেত্রে সরকারের তরফ থেকে বি‌ধি‌নিষেধ নেই’

spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো বি‌ধি‌নিষেধ নেই বলে জা‌নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। তিনি আসতে চাইলে একদিনের মধ্যে ওয়ান টাইম পাস ইস্যু করা যায় বলেও জানান উপদেষ্টা।

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’- শীর্ষক এক সেশনে এ কথা ব‌লেন তি‌নি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথমত, তারেক রহমান যদি দেশে আসতে হয় তাহলে কি পদ্ধতিতে আসবে? উনি যদি আসতে চান সেটা একদিনের মধ্যে ওয়ান টাইম পাস ইস্যু করা যায়। উনি যদি বলেন আসবেন, আজকে চাইলে আমরা কালকে ওয়ান টাইম পাস ইস্যু করতে পারব; এটা ওনার ব্যাপার। আমি এতকুটু বলতে পারি, বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো বাধা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আগ্রহ আছে কি নেই সেটা আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আমি জানি। তারেক রহমান দেশে ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিশনে কোনো আবেদন করেননি-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।

তারেক রহমানের স্ট্যাটাস নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্পর্শকাতর। এটা উনি বলেছেন, পত্রিকাতে এসেছে।

তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কিছু রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার আপত্তির কথা শোনা যায়। সে বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, আমাদের কাছে এ রকম কোনো বার্তা নেই। একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া হবে না বা যাবে না, এটাতো আমার কাছে অস্বাভাবিক লাগছে। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় তাহলে আরেকটি দেশ কি করবে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। তারেক রহমান দেশে ফিরতে বাধার কথা বলছেন। তাহলে আসন্ন জাতীয় নির্বাচন না হওয়ার বিষয়ে কোনো শঙ্কা দেখেন কিনা। জবাবে উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। আমার মনে হয় না একজন ব্যক্তির কারণে বা ওনার দূরে থাকার কারণে নির্বাচন হবে না এমন নয়। দেখা যাক, পরিশেষে কি হয়।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া অসুস্থ। এই মুহূর্তে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। যদি একটু উন্নতি হয় তাহলে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে পার্টি যদি বলে সরকার সহায়তা করবে। যেটুকু সহায়তা করার দরকার আমরা করছি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর