ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি গত বছরের শেষের দিকেই জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি।
মাঝখানে রাজনীতির ময়দানে ব্যস্ততা বাড়লেও বর্তমানে আছেন পুরোদমে বিশ্রামে। শ্বশুরালয় ছেড়ে উঠেছেন বাবার বাড়িতে। কবে আসছে নতুন অতিথি? মাহির জবাব, ‘আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। আমি মা হব।'
এমন শুভ সংবাদ শুনে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত মাহি। জানালেন, ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছেন তিনি। বেড়েছে যত্ন-আত্তি। তর সইছে না আর। সন্তানবরণের প্রস্তুতি চলছে দুই পরিবারে।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এক বছরের ব্যবধানে গত বছরের ১২ সেপ্টেম্বর মা হওয়ার সুসংবাদ দেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.