ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১০:২১ অপরাহ্ণ
রাজনীতিঢাকা-৭ আসনে প্রার্থীতা বাতিলের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ঢাকা-৭ আসনে প্রার্থীতা বাতিলের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

spot_img

প্রচারে বাধা, ভয়ভীতি, প্রদর্শনসহ ষড়যন্ত্রমূলক ভাবে মামলা করে প্রার্থীতা বাতিলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

গতকাল সন্ধ্যা ৭ টার দিকে নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে ইসির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি হাসিবুর রহমান মানিক, কাউন্সিলর ২৬ নং ওর্য়াড, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আমি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেছি, তবে আমার উপর ষড়যন্ত্র নিয়ে জাল সাক্ষর ব্যবহার করে হাইকোর্ট থেকে আমার মনোনয়ন বাতিল করা হয়, নির্বাচনের ৩ দিন আগে, শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকায় আমি সুপ্রিম কোর্টের দারস্থ হয়েও শুনানির ডেট পাইনি, যার ফলে ঢাকা-৭ আসনে নির্বাচন স্থগিত করতে আজ ০৫-০১-২০২৪ইং তারিখ নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি এবং তৎক্ষনাৎ সেখানে সংবাদ সম্মেলন করি, আপনারা যে সকল সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা আমার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরুন, আপনারা হলেন জাতির বিবেক আপনাদের সহযোগিতা না পেলে হয়তো আমি কোনো দিনই ন্যায় বিচার পাবোনা। তাই আমি হাত জোর করে আপনাদের সহযোগিতা কামণা করছি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর