ঈদযাত্রার শুরুতে ছুটির দিনকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে।
শুক্রবার (৫ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশ জুড়ে কুমিল্লামুখী লেনে ধীর গতিতে যান চলাচল করছে। তবে মেঘনা সেতু জামালদী বাসস্ট্যান্ড থেকে ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যানবাহনের ধীরগতি ছিলো চোখে পড়ার মতো।
গজারিয়া হাইওয়ে পুলিশ জানান, ভোর থেকে যানবাহনের ব্যাপক চাপ বাড়তে থাকে। এই মহাসড়কের ১৩ কিলোমিটার গজারিয়ার অংশ জুড়ে যানবাহন চলছে খুবই ধীরগতিতে। আবার কিছু কিছু জায়গায় যানজট লেগে রয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার সকাল থেকে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে তিনি জানান।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.