বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীতে থমথমে অবস্থা বিরাজ করছিল। সব গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া পাহারা ছিল। বিদেশগামী যাত্রী, রোগী ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছিল না। কিন্তু দুপুরের দিকে মুহূর্তের মধ্যে দৃশ্যপট পালটে যায়।
সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার খবর শোনামাত্র এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন করা মানুষ বড় বড় কয়েকটি মিছিল নিয়ে রাজপথে নেমে আসে।
সোমবার (৫ আগস্ট) দুপুর একটার পর শাহবাগ, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মোহাম্মদপুর, মহাখালী, গাবতলীসহ ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল। তারা স্লোগানে স্লোগানে সরকারের পদত্যাগ দাবি করছেন।
বিভিন্ন এলাকা দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার স্রোত শাহবাগ অভিমুখে যাচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব রাস্তা খুলে দিয়েছে। তারা আন্দোলনকারীদের কোথাও কোনো বাধা দিচ্ছেন না।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.