Upnatives – Digital Content Hub platform দ্বারা পরিচালিত হচ্ছে ‘চব্বিশ এর কবিতা’ প্রজেক্ট যার মূল উদ্দেশ্য জুলাই বিল্পবের সাথে সংযুক্ত রেখে কবিতা সংগ্রহ।
এটি একটি অনলাইন প্লাটফর্ম যেখানে বিভিন্ন বিজ্ঞাপন, ভিডিওগ্রাফি, ফিল্ম মেকিং ইত্যাদি করা হয়ে থাকে। অন্তত ৫০০০ কবিতা সংগ্রহের লক্ষ্যে প্লাটফর্মটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। যা পরবর্তীতে সংগ্রহ শেষে শুরুতে ২৪০ টি কবিতা নিয়ে বই তৈরি করা হবে এবং ওয়েবসাইটে জাতীয়ভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে।
এই কবিতা সংগ্রহ এর মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে জানানো কিভাবে একটি অসাধারণ বিল্পবের মাধ্যমে আজকের বাংলাদেশ ২.০ পেলাম আমরা। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্লাটফর্মটি পরিচালিত হচ্ছে যা সম্পূর্ণ অলাভজনক একটা উদ্যোগ।
কবিতা জমা দিন এই ঠিকানায়: https://forms.gle/amint6WXzooAJVWG9
ফেইসবুক:https://www.facebook.com/chobbish.পএম
ইন্সটাগ্রাম :https://www.instagram.com/chobbish.poem?igsh=eW92N3hzd2poZTF4