ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:০৫ পূর্বাহ্ণ
সারাদেশজামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদের পথসভা

জামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদের পথসভা

spot_img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স‌রিষাবাড়ী উপ‌জেলার ডোয়াইল ইউনিয়‌নে পথসভা ক‌রেন স্বতন্ত্র প্রার্থী ‌তেজগাও ক‌লে‌জের সা‌বেক  প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ ।

পথসভায় বক্তব‌্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের নেতাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপ‌তি আব্দুল গ‌ণি ,

প্রধান বক্তা হিসা‌বে বক্তব্য রাখেন জামালপুর-৪ (স‌রিষাবা‌ড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী ‌তেজগাও ক‌লে‌জের সা‌বেক  প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ । 

এ সময় তি‌নি ব‌লেন , আগামী ৭ জানুয়ারি সবাই কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দি‌য়ে বিপুল ভো‌টে জয়যুক্ত করুন । 

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়ার অঙ্গিকারকে পাথেয় করে চাকরী জীবন শেষে সমাজের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছি। স‌রিষাবা‌ড়ি উপজেলার পরিবর্তনশীল প্রতিটি মানুষ  উন্নয়নকে তরা‌ন্বিত কর‌তে  ট্রাক প্রতি‌কে ভোট দিয়ে  বিজয়ী করবেন ,দীর্ঘ‌ দিন যাবত আমি স‌রিষাবা‌ড়ি মানুষের পা‌শে কাজ ক‌রে যা‌চ্ছি ‌,আমার দোয়া‌রে আস‌লে কেউ খা‌লি হা‌তে ফি‌রে যায় না ,আমি অ‌নেক সরকা‌রি চাক‌রির জন‌্য সুপা‌রিশ ক‌রে‌ দি‌য়ে‌ছি তারা আজ তারা প্রতি‌ষ্ঠিত ,অ‌নেক  মানুষ‌কে বিনা পয়সায় চিকিৎসা ক‌রি‌য়ে‌ছি ,অ‌নেক মেধা‌বী গ‌রিব ছাত্র ছাত্রী‌দের বিনা পয়সায় পড়া লেখার ব‌্যবস্থা ক‌রে দি‌য়ে‌ছি ,আমি সব সময় স‌রিষাবাড়ী জনগ‌নের পা‌শে আছি ,

তি‌নি বিজয়ী হ‌লে তার সরকা‌রি  বেতন গ‌রিব‌দের মা‌ঝে বি‌লি‌য়ে দি‌বেন এবং আগামীর শোষনমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হবেন বলে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন। তিনি ডোয়াইল ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর