ঢাকা | সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১:২১ পূর্বাহ্ণ
রাজনীতিজামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বৈঠক

জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বৈঠক

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। আরামবাগ মোড়ের আল হেলাল পুলিশ বক্সের মধ্যে এ আলোচনায় বসেন তারা। আলোচনায় বিক্ষুব্ধ জামায়াত-শিবিরকর্মীদের শান্ত হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। 

শনিবার (২৮ অক্টোবর) জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নেতা এসএম মোবারক হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

এসএম মোবারক হোসেন বলেন, পুলিশ আমাদের জায়গা পরিবর্তন করতে বলেছে, একইসঙ্গে বিশৃঙ্খলা না করতে বলেছে। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না। আমরা সমাবেশ করব এটা তাদের জানিয়েছি। আমরা সমাবেশ করব এবং সমাবেশ হবে।

তিনি বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করবই। পুলিশের পক্ষে থেকে কি নির্দেশনা আসল সেটি পরে দেখার বিষয়।

এর আগে রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছেন হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

এদিকে যেকোনো ধরনের বিরূপ পরিস্থিতি আড়াতে মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কঠোর অবস্থান দেখা গেছে। রাজধানীর  টিকাটুলি মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর এলাকা, নটরডেম কলেজের গলি, বাংলাদেশ ব্যাংকের পেছনে গলিসহ পুরো এলাকায় মোতায়েন রয়েছে আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, পুলিশ। আনসার ও পুলিশের অন্তত ৫০টি টহল গাড়ি সতর্ক অবস্থায় চলাচল করতে দেখা যায়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর