ঢাকা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ৩:২১ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসজমকালো আয়োজনের মাধ্যমে সমাপ্ত হলো এফটিএনএস বিভাগের সপ্তাহব্যাপী স্পোর্টস উইক

জমকালো আয়োজনের মাধ্যমে সমাপ্ত হলো এফটিএনএস বিভাগের সপ্তাহব্যাপী স্পোর্টস উইক

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সপ্তাহব্যাপী স্পোর্টস উইক আজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ স্পোর্টস উইকে ফুটবল, ক্রিকেট, লুডো, রিলে রান, উনো, শটপুট থ্রোসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর গেইম অনুষ্ঠিত হয়।

৯ ডিসেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হয় ফুটবল ও ক্রিকেটের ফাইনাল ম্যাচ, যেখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এক উত্তেজনাপূর্ন পরিবেশ সৃষ্টি হয়। ফাইনাল ম্যাচ শেষে বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী আয়োজন শেষে বার্বিকিউ পার্টির মাধ্যমে স্পোর্টস উইকের সমাপ্তি ঘটে। আনন্দ, উৎসাহ ও সহমর্মিতায় ভরপুর সপ্তাহব্যাপী এ স্পোর্টস উইক শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা, দলগত কাজ এবং পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বিভাগীয় শিক্ষকবৃন্দ।

এফটিএনএস বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তৌহিদ হাসান বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। এধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কে আরও বন্ধুত্বপূর্ণ করে তোলে। সার্বিক আয়োজনকে সফল ও আনন্দঘন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।”
১৭ তম আবর্তনের শিক্ষার্থী নুসরাতুন নাহার বলেন, “সারা বছর ক্লাস–এসাইনমেন্টের চাপে থাকি। এই সপ্তাহব্যাপী আয়োজন আমাদের ক্লাস পরিক্ষার চাপ থেকে কিছুটা স্বস্তি দেয়।”

উল্লেখ্য, প্রতিবছর বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এক সপ্তাহব্যাপী এ স্পোর্টস উইক আয়োজন করে, যেখানে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমের মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর