জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল টিমে নতুন সহকারী প্রক্টর হিসেবে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহার।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন নাহারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেকদায়িত্ব ভাতা পাবেন।