ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১০:০০ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসচলো পাল্টাই ফাউন্ডেশন নোবিপ্রবি'র নবীন বরণ অনুষ্ঠিত

চলো পাল্টাই ফাউন্ডেশন নোবিপ্রবি’র নবীন বরণ অনুষ্ঠিত

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো পাল্টাই ফাউন্ডেশন’ এর নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মোঃ তসলিম মাহমুদ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক রুবাইয়ান আসিফ।আরো উপস্থিত ছিলেন চলো পাল্টাই ফাউন্ডেশনের সাবেক সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি চলো পাল্টাই ফাউন্ডেশনের সভাপতি নুসরাত জাহান নিশাতের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস ইরার সঞ্চালনা করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি পাই।কর্ম জীবনের ব্যস্ততায় আটকে গেলে এ ধরণের মানবিক কাজের সাথে নিজেকে জড়ানো কঠিন হয়ে পড়ে। তাই আমি মনে করি এ সময়েই আমাদের শিক্ষার্থীদের এ ধরণের মহৎ কাজের সাথে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। “

উল্লেখ্য, বিগত ২৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রায় ১৫০ জন শিক্ষার্থী এ সংগঠনের কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।পরবর্তীতে ভাইভার মাধ্যমে চুড়ান্ত ভাবে তাদের সদস্য ঘোষানা করা হয়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর