ঢাকা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১০:০৮ অপরাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীচরহাজারী আ'লীগের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি সোহাগ

চরহাজারী আ’লীগের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি সোহাগ

spot_img

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান এ জেড এম মহিউদ্দিন সোহাগ নির্বাচিত হয়েছেন।

রবিবার (২ এপ্রিল) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জা ও সেক্রেটারি মিজানুর রহমান বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এর আগে গত ২৭ মার্চ স্থানীয় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় মাঠে চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মোঃ নুরুল হুদা টানা ৩য় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। নবনির্বাচিত সেক্রেটারি বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রসঙ্গত, বিজ্ঞপ্তিতে একইসাথে সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাইন উদ্দিন পলাশকে, চরপার্বতী ইউনিয়ন সভাপতি পদে মোজাম্মেল হোসেন কামরুল এবং চরকাকড়া ইউনিয়নে সভাপতি পদে হাজী সফি উল্যাহর নাম ঘোষনা করা হয়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর