ঢাকা | সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:৪৩ পূর্বাহ্ণ
সারাদেশচট্টগ্রাম নব পন্ডিত বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

চট্টগ্রাম নব পন্ডিত বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

spot_img

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব  ৩ নভেম্বর শুক্রবার ২০২৩ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে সকালবেলা অনুষ্ঠিত হয় অষ্টপরিষ্কারসহ সংঘদান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক  ভদন্ত রতনশ্রী  মহাথের । প্রকৌশলী ঝুলন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহ-সভাপতি রাজগুরু অভায়ানন্দ  মহাথের। স্বাগত ভাষন প্রদান করেন কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।

প্রধান অতিথি ছিলেন ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়া। 

বক্তব্য রাখেন অধ্যাপক বিপুলানন্দ মহাথেরো, ভদন্ত বজিরানন্দ মহাথের, দেবো বংশ থের, শ্রদ্ধানন্দ থের, দীপানন্দ ভিক্ষু, ভিক্ষু তনহংকর, রতনানন্দ ভিক্ষু। এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবর মহাসচিব রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী সংগঠক সুমন বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমান। 

অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় বেলা ২ ঘটিকায়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বৌদ্ধ মনিষা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের।

ধর্মসভার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম-আহবাক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া পিএইচডি।

বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর  প্রনব কুমার বড়ুয়া,  চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন আইএফএস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্ধ্বতন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন  বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহসভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাদের মহাথের। স্বদ্ধর্মদেশক ছিলেন নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব ডক্টর প্রিয়দর্শী মহাথের, চান্দগাঁও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য্য আর্যশ্রী থের।

অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। 

আরো বক্তব্য রাখেন লায়ন মৃদুল কান্তি চৌধুরী , প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, স্বদেশ কুসুম চৌধুরী,  ড. সুব্রত বরণ বড়ুয়া, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, মিন্টু কুমার বড়ুয়া, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র বড়ুয়া সত্য  অর্থ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া, প্রকাশনা উপ পরিষদের চেয়ারম্যান বিনয় ভূষণ বড়ুয়া, সচিব বাপ্পি কুমার বড়ুয়া, যুব সংগঠক সিজার বড়ুয়া, লায়ন উত্তম কুমার বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, শিক্ষিকা নেভী বড়ুয়া, সঞ্চিতা তালুকদার প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতির দেশ। বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ ধর্ম চর্চায় সমান অধিকার ভোগ করছে। এখানে এক ধর্মের আচার অনুষ্ঠান অন্য ধর্মাবম্বীদের কাছেই সম্প্রীতির সোপান। ধর্ম যার যার উৎসব সবার এ নীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 

সন্ধ্যায় প্রদীপ পূজা, ফানুস উত্তোলন ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর