ঢাকা | রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১১:৫২ অপরাহ্ণ
জাতীয়চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ : কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ : কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

spot_img

চট্টগ্রামের সীতাকুণ্ডে এস. এন কর্পোরেশনের জাহাজ ভাঙা ইয়ার্ডে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১২ শ্রমিক। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। পাশাপাশি ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সায়েম হোসেনের পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত এস. এন কর্পোরেশনের জাহাজ ভাঙা ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ শ্রমিক আহত হন।

আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর