চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ মে) থানার মেরিনার্স রোড এলাকার কর্ণফুলী নদীর তীর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি টিপ ছোরা ও তিনটি ফোল্ডিং ছোরা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ঢাকার মগবাজার থানার মো. আসকানের ছেলে সোহেল ওরফে ঢাকাইয়া সোহেল (৩০), চট্টগ্রামের কর্ণফুলী থানার জহির আলীর ছেলে বেলাল হোসেন ওরফে মাইকেল (৩৭), নগরের সদরঘাট থানার মনু মিয়ার ছেলে মো. তুষার (১৯) ও চাঁদপুর হাজীপুর এলাকার মকবুল হোসেনের ছেলে মো. রুবেল (২২)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসাইন বলেন, দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন নিয়ে তারা পুনরায় ডাকাতিতে নামেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হচ্ছে।