তরুণ লেখক ও গীতিকার হোসাইন নূরের লেখা ২০০তম ইসলামী সংগীত 'এতিমের ঈদ' মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে Tune Hut ইউটিউব চ্যানেলে নাশিদটি প্রকাশ করা হয়।
হোসাইন নূরের লেখা ও সায়েম আল হাসানের সুরে নাশিদটি গেয়েছে শিশুশিল্পী হামজা বিন আজাদ।
হোসাইন নূরের বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে। লেখালেখি করতে ভালোবাসেন তরুণ এই গীতিকার। এক সময় ছড়া-কবিতা লিখলেও বর্তমানে ইসলামী সংগীত নিয়ে কাজ করছেন। এবারের রমজানে ১৩টি ইসলামী সঙ্গীতসহ সর্বমোট ২০০টি ইসলামী সঙ্গীত উপহার দিয়েছেন তিনি।
হোসাইন নূর বলেন, ফেতনার এই যুগে মানুষের মাঝে শুদ্ধতা, মানবতার বার্তা পৌঁছে দিতে চাই।এমন এক সমাজের স্বপ্ন দেখি যেখানে তরুণ প্রজন্ম সুস্থ সংস্কৃতি লালন করবে বুকে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.