
পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের ব্যাটার বিসমাহ মারুফ এবং লেগস্পিনার গুলাম ফাতিমা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার দুর্ঘটনার পর পিসিবি এক বিবৃতিতে বলেছে, তাদের দুজনকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডে তারা দুজন আছেন। তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টুয়েন্টির সমন্বিত সিরিজটি ১৮ এপ্রিল শুরু হবে। সব খেলার ভেন্যু করাচির ন্যাশনাল স্টেডিয়াম।
মারুফ এবং ফাতিমা গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন। তৃতীয় ম্যাচে পাকিস্তান হারলেও ৬৮ রানের ইনিংস খেলেন বিসমাহ। তিন ইনিংসে তার উইলো থেকে এসেছিল ৮৯ রান। ফাতিমা ৬ উইকেট নিয়ে ছিলেন সিরিজের শীর্ষ উইকেট শিকারী।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজ নারী দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সফরের প্রস্তুতির জন্য তারা শনিবার দুবাইতে একটি অনুশীলন ক্যাম্পে জড়ো হবেন।