দীর্ঘদিন ধরে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন থেকে শুরু করে ভিসি হটাও আন্দোলনকে কেন্দ্র করে ক্লাস-পরীক্ষা হতে দূরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এখন সাধারণ শিক্ষার্থীসহ ক্লাসে ফিরতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্লাস-পরীক্ষা চালুর বিষয়টি আপাতকালীন প্রসাশনের নিকট প্রথম দাবি থাকবে বলে জানা যায়।
জুনে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শুরু হয় ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি। এরপর কোটা আন্দোলন হতে শুরু করে আগষ্টের সরকার পতন এবং তৎপরবর্তী ভিসি, প্রো-ভিসি এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে শাটডাউন পর্যন্ত ক্লাস পরীক্ষায় ফিরতে পারেনি নোবিপ্রবি।যার ফলে নতুন করে আবার সেশনজট শুরু হয়। শাট ডাউন থাকার ফলে অনেকে আবার সার্টিফিকেট তুলতে পারেনি।
ক্লাস পরীক্ষায় কবে ফিরবে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো: সালাহউদ্দিন মহসিন বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়কে সচল করতে প্রশাসনের সম্মতিক্রমে আপাতকালীন একজনকে প্রধান করা হবে। উনার কাছে আমাদের প্রধান দাবিই থাকবে অতি দ্রুত ক্লাস পরীক্ষা চালু করা। সাধারণ শিক্ষার্থীরা সংস্কারের জন্য তাদের মতামত দিচ্ছে, বিষয়গুলো আমরা প্রশাসনের নিকট উপস্থাপন করবো। ক্লাস পরিক্ষার পাশাপাশি সংস্কার কার্যক্রম ও চালু থাকবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহমুদুল হাসান আরিফ বলেন, দীর্ঘদিন ধরে দেশের সংকটাপন্ন পরিস্থিতির দরুন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রমে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে নিতে আপাতকালীন প্রশাসককে শিক্ষার্থী বান্ধব যথাযথ পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনি ইয়ামিন বলেন, বিশেষ করে যেসব বিভাগের ডিফেন্স, ল্যাব, এবং ভাইভা পরিক্ষার কারণে রেজাল্ট আটকে আছে তাদের দ্রুত পরিক্ষার ব্যবস্থা করতে হবে।