ঢাকা | শুক্রবার | ৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ৭:০৩ অপরাহ্ণ
আন্তর্জাতিককোরআন পোড়ানোয় জরুরি বৈঠকে জাতিসংঘ

কোরআন পোড়ানোয় জরুরি বৈঠকে জাতিসংঘ

spot_img

সুইডেনে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় বয়ছে। বিভিন্ন দেশে সুইডিশ কূটনীতিকদের ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। এবার এই ইস্যুতে জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ।

মঙ্গলবার (৪ জুলাই) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের অনুরোধে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ সপ্তাহের শেষের দিকে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে এক ব্যক্তি কোরআনে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। এটি করতে তাকে সুইডিশ পুলিশ অনুমতি দিয়েছিল বলে জানা গেছে।

এর পরপরই প্রতিবাদের ঝড় ওঠে মুসলিম বিশ্বে। মধ্যপ্রাচ্যসহ অসংখ্য দেশ এ ঘটনার নিন্দায় সরব হয় এবং স্টকহোমকে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

এর প্রতিবাদে মরক্কোও সোচ্চার হয়। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে তারা।

একই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা অহংকারী পশ্চিমা জনগণকে শিখিয়ে দেবো, মুসলিমদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করা মতপ্রকাশের স্বাধীনতা নয়।

অবশ্য মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে কোরআন পোড়ানোর ঘটনাকে এরই মধ্যে ‘ইসলামবিদ্বেষী’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে সুইডিশ সরকার।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর