নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রংমালা এক্স স্টুডেন্ট ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় ষষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৭৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রংমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্যাহ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি ও আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদ উল্যাহ খোকন, সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাকছুদ জামিল, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ফারুক, মাস্টার খুরশিদ আলাম, জীবন আলো ব্লাড় ব্যাংকের সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রাফি, এক্স স্টুডেন্ট ফোরামের সহ-সভাপতি মাষ্টার ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সদস্য ইমাম হোসেন রিয়াদ, নুর ইসলাম প্রমূখ।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি শহীদ উল্যাহ খোকন জানান, রংমালা এক্স স্টুডেন্ট ফোরামের পরিচালনায় এ অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষা সুচারুভাবে পালন করে আসছে।বৃত্তি পরিক্ষা ছাড়াও রংমালা এক্স স্টুডেন্ট ফোরাম দরিদ্র ও মেধাবী ছাএ- ছাত্রীদের শিক্ষা বৃত্তি দেয়া, বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে চান্স প্রাপ্তদের সংবর্ধনা দেয়া ও রক্তদান করা সহ নানা ধরনের সামাজিক কার্যক্রমের সাথে জড়িত।
এসময় তিনি পরীক্ষা পরিচালনায় কমিটি, শিক্ষকমন্ডলী, অংশগ্রহণকারী পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.