কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চাকরিচ্যুত হলেন মেট্রোপলিটন পুলিশ-সিএমপির মানবিক পুলিশ খ্যাত কনস্টেবল শওকত হোসেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এমন পরিস্থিতিতে চাকরিচ্যুত কেন হলেন সে বিষয়টি খোলাসা করলেন শওকত হোসেন । শুক্রবার (২৮ এপ্রিল) ফেসবুকে লাইভে এসে এ বিষয় খোলাসা করেন তিনি।
শওকত বলেন, কর্ণফুলি থানায় থাকাকালীন আমি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতির আবেদন করেছিলাম। কুমিল্লায় পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে গিয়েও অব্যাহতির আবেদন করি। এর প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগে। কিছু সময় দেরি হয়ে গেছে। এর মধ্যে অসুস্থতার কারনে এবং মানবিক কাজ করতে গিয়ে ৭১দিন গরহাজির ছিলাম। ওই সময়টাতেই আদেশটি চলে আসে। আসলে দেশদ্রোহী কোনো কিছুই আমি করিনি।
বিদায় সুন্দরভাবে হতে পারতো উল্লেখ করে শওকত বলেন, হয়তো অফিসিয়াল জটিলতার কারণে সেটা হয়নি। তারপরও যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সে সিদ্ধান্ত মেনে নিয়েছি। তাই পুলিশকে নিয়ে বিতর্ক না ছড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি।
মানবিক কাজ নিয়তিম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শওকত বলেন, ২০১০ সাল থেকে মানবিক কাজের সঙ্গে জড়িত। এই পথ চলার পরিসর অনেক বড় হয়েছে। আমার পাশে এখন অনেক মানুষ কাজ করে। এই কাজ আমি সারা দেশে ছড়িয়ে দিতে চাই।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল শওকত হোসেনের চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.