কুমিল্লা জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘কুমিল্লা পাঠশালা কলেজ’এর ২০২২ -২৩ সেশনের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুব মিয়াজীর সভাপতিত্বে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহম্মদ সোলায়মান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নির্বাহী কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রতন,সেক্রেটারি আবুল কালাম রাসেল,কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক,কলেজের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ,পরিচালকবৃন্দ অতিথিবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,যুগের সাথে তাল মিলিয়ে জানার্জন ও গবেষণার মাধ্যমে সাফল্যে সর্বোচ্চ পর্যায়ে পৌছতে হবে। গুনগত ও মানসম্পন্ন শিক্ষা গ্রহন করতে হবে এবং যাতে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা ই করতে হবে।